Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রায়পুরায় নদী তীর থেকে অবৈধভাবে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড

নরসিংদী প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।

একই অভিযানে অনুমতি ছাড়া ইট প্রস্তুতে ব্যবহারের জন্য মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় আরও একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

নদী তীর সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, নদী তীর রক্ষায় অবৈধ মাটি কাটা বা পরিবহনকারী কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, অবৈধ মাটি কাটার কারণে নদী ভাঙনসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছিল—এ ধরনের নিয়মিত অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।