নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারসংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) সকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন পাল।
একই অভিযানে অনুমতি ছাড়া ইট প্রস্তুতে ব্যবহারের জন্য মাটি সংগ্রহ করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর আওতায় আরও একজনকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
নদী তীর সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, নদী তীর রক্ষায় অবৈধ মাটি কাটা বা পরিবহনকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, অবৈধ মাটি কাটার কারণে নদী ভাঙনসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হচ্ছিল—এ ধরনের নিয়মিত অভিযান পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

