বান্দরবান প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মো. আবদুর রহমান। সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এসপি আবদুর রহমান বলেন, “এ অঞ্চলের ভোটাররা যাতে নির্ভয়ে, নির্বিঘ্নে ও উৎসবের আমেজে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রেখেছে।”
তিনি জানান, নির্বাচনী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, নিয়মিত টহল জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেওয়ার লক্ষ্যে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বান্দরবানের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখতে পুলিশ প্রশাসন অব্যাহতভাবে কাজ করে যাবে বলে আশ্বাস দেন নবাগত পুলিশ সুপার।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দে, ডিআইও মুহাম্মদ আতিকুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এনএ জাকিরসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.