একে মিলন সুনামগঞ্জ প্রতিনিধি
কর্ম উদ্দীপনা বৃদ্ধি ও বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সোমবার (১লা ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা কারাগার প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন্স, সিলেট বিভাগ, মো. আলতাব হোসেন।
জেল সুপার মাঈন উদ্দিন ভুঁইয়া'র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে কারা কর্মকর্তা-কর্মচারী এবং বন্দীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে এর কার্যকর সূচনা হয়।
বিশেষ সম্মাননা পেলেন যারা কারাগারের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর তিন স্টাফকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন, কারারক্ষী নং ২২৪০১ আব্দুল আলিম, ড্রিলে বিশেষ দক্ষতা অর্জনের জন্য।
কারারক্ষী নং ০৬৩২৮ জনি দে: সর্ব বিষয়ে চৌকস কর্মচারী হিসেবে। সর্বপ্রধান কারারক্ষী বদরুল আলম, কারা অভ্যন্তরে মাদক নির্মূলে বিশেষ অবদানের জন্য।
???? কয়েদিদের ভলিবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
অনুষ্ঠানে কারা বন্দীদের মাঝে অনুষ্ঠিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি প্রিজন্স, সিলেট বিভাগ মো. আলতাব হোসেন বলেন, "এই ধরনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে কারা কর্মকর্তা, কর্মচারী এবং বন্দীদের কর্ম উদ্দীপনা বহুলাংশে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কারাগারে একটি ইতিবাচক ও কর্মঠ পরিবেশ তৈরি হচ্ছে।
অনুষ্ঠানটি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে। সিলেট বিভাগের প্রতিটি কারাগারেই এ বছর এই ধরনের পুরস্কার বিতরণ করা হয়েছে, যা কারাগার ব্যবস্থাপনায় একটি প্রশংসনীয় উদ্যোগ বলে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.