গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে গমনোচ্ছু দালালসহ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪০ যুবককে পুনর্রায় (আবার) আটক করেছে লিবিয়ার পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বার) দিবাগত গভীর রতে লিবিয়ার বেনগাজি’র সিটিখলিফা এলাকার গেইমঘর থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়টি আটককৃত যুবকদের একাধিক স্বজনরা নিশ্চিত করেছেন।
আবার আটক হওয়া গৌরনদীর এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বেনগাজি’র সিটিখলিফা এলাকায় অভিযান চালিয়ে গেইমঘর থেকে দালাল জাকির মোল্লার এক প্রতিনিধি এবং গৌরনদী উপজেলার ৩৬ যুবক ও আগৈলঝাড়া উপজেলার ৩ যুবককে আটক করেছে।
আমার ছেলেসহ আটককৃত সকল যুবকদের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্ধ করে লিবিয়া পুলিশ। আমার ছেলে ইমোতে শনিবার রাতে আটক হওযার বিষয়টি আমাদের জানায়। এরপর থেকে আমরা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ২৩ সেপ্টেম্বর রাতে আটক হয়েছিল। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা আটককৃত আমার ছেলেসহ গৌরনদী ও আগৈলঝাড়ার ৫৬ যুবককে ছাড়িয়ে জাকিরের সহয়োগীর জিম্মায় রাখেন।
এবারও আটকৃতদের কারাগার থেকে জাকির মোল্লা ছাড়াবেন বলে আমাদেরকে আশ্বাস্ত করেছেন।
লিবিয়ায় কারাগারে বন্দি যুবকদের কয়েকজন অভিভাবক জানান, ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে মানব পাচারকারী দালালচক্রের সদস্য গৌরনদীর ইতালি প্রবাসী জাকির মোল্লা, বগুড়ার ইতালি প্রবাসী সাজুর কাছে গৌরনদীর ৬০ যুবক এবং কুষ্টিয়ার লিটনের কাছে গৌরনদী ও আগৈলঝাড়ার ১০ যুবক ও অন্য ৩ দালালের কাছে আরও কয়েক জেলার ৩৮ যুবক বডি কন্ট্রাক্টে ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে পা বাড়িয়েছিলেন।
দালাল জাকির লিবিয়ায় ২/৩ সহযোগীর মাধ্যমে বেনগাজি থেকে ৮ সেপ্টেম্বর রাতে প্রথম বোটে গৌরনদীর ৩৮ যুবক এবং ২য় বোটে গৌরনদী ও আগৈলঝাড়ার ২২ যুবকসহ ৩২ বাংলাদেশিকে এবং ২২ সেপ্টেম্বর রাতে একই স্থান থেকে জাকিরসহ ৪ দালাল তৃতীয় বোটে গৌরনদী ও আগৈলঝাড়ার ১০ যুবকসহ ৩৮ বাংলাদেশিকে ভূমধ্যসাগর পথে ইতালির উদ্দেশে পাঠায়।
ওই ৩টি বোট ১০ থেকে ১২০ ঘণ্টা চলার পর লিবিয়া কোস্ট গার্ড আটক করে। ৩টি স্পিডবোট থেকে আটককৃত গৌরনদীর ৭০ যুবকসহ ১০৮ বাংলাদেশি বাংকিনা কারাগারের পাশে গাড়ির একটি গ্যারেজের ভেতর বন্দি করে রাখে।
এ খবর পেয়ে ১৬ অক্টোবর গৌরনদীতে দালাল জাকির মোল্লার বাড়িতে জড়ো হন নিখোঁজ যুবকদের স্বজনরা। জাকিরের মা ও বোনকে গৃহবন্দি করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
মানব পাচার চক্রের দালাল জাকির মোল্লা ফোনে বলেন, ৩টি স্পিডবোটে আটক গৌরনদীর ও আগৈলঝাড়ার ৭০ যুবকসহ ১০৮ বাংলাদেশিকে বাংকিনা কারাগার থেকে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে ছাড়ানো হয়েছিল। আমার ৫৬ জনের মধ্যে থেকে কয়েক যুবক বাংলাদেশে ফিরে গেছে।
গেইমঘর থেকে দালালসহ পুনর্রায় গৌরনদী ও আগৈলঝাড়ার ৪০ যুবককে লিবিয়া পুলিশ আটক করেছে। যতবার আটক হবে, ততবারই নিজের টাকা দিয়ে ছাড়িয়ে আনব। এরপর গেম দিয়ে ইতালি পাঠাব। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ পথে ইতালি যেতে চায় বলেই আমি তাদের পাঠাই।
গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
লিবিয়া থেকে অবৈধভাবে ইতালিতে গমনোচ্ছু দালালসহ বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪০ যুবককে পুনর্রায় (আবার) আটক করেছে লিবিয়ার পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বার) দিবাগত গভীর রতে লিবিয়ার বেনগাজি’র সিটিখলিফা এলাকার গেইমঘর থেকে তাদেরকে আটক করা হয়। এ বিষয়টি আটককৃত যুবকদের একাধিক স্বজনরা নিশ্চিত করেছেন।
আবার আটক হওয়া গৌরনদীর এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বেনগাজি’র সিটিখলিফা এলাকায় অভিযান চালিয়ে গেইমঘর থেকে দালাল জাকির মোল্লার এক প্রতিনিধি এবং গৌরনদী উপজেলার ৩৬ যুবক ও আগৈলঝাড়া উপজেলার ৩ যুবককে আটক করেছে।
আমার ছেলেসহ আটককৃত সকল যুবকদের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্ধ করে লিবিয়া পুলিশ। আমার ছেলে ইমোতে শনিবার রাতে আটক হওযার বিষয়টি আমাদের জানায়। এরপর থেকে আমরা উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ২৩ সেপ্টেম্বর রাতে আটক হয়েছিল। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা আটককৃত আমার ছেলেসহ গৌরনদী ও আগৈলঝাড়ার ৫৬ যুবককে ছাড়িয়ে জাকিরের সহয়োগীর জিম্মায় রাখেন।
এবারও আটকৃতদের কারাগার থেকে জাকির মোল্লা ছাড়াবেন বলে আমাদেরকে আশ্বাস্ত করেছেন।
লিবিয়ায় কারাগারে বন্দি যুবকদের কয়েকজন অভিভাবক জানান, ঋণ, ধারদেনা ও জমি বিক্রি করে মানব পাচারকারী দালালচক্রের সদস্য গৌরনদীর ইতালি প্রবাসী জাকির মোল্লা, বগুড়ার ইতালি প্রবাসী সাজুর কাছে গৌরনদীর ৬০ যুবক এবং কুষ্টিয়ার লিটনের কাছে গৌরনদী ও আগৈলঝাড়ার ১০ যুবক ও অন্য ৩ দালালের কাছে আরও কয়েক জেলার ৩৮ যুবক বডি কন্ট্রাক্টে ১৫ থেকে ১৮ লাখ টাকা করে দিয়ে ভূমধ্যসাগর হয়ে ইতালির পথে পা বাড়িয়েছিলেন।
দালাল জাকির লিবিয়ায় ২/৩ সহযোগীর মাধ্যমে বেনগাজি থেকে ৮ সেপ্টেম্বর রাতে প্রথম বোটে গৌরনদীর ৩৮ যুবক এবং ২য় বোটে গৌরনদী ও আগৈলঝাড়ার ২২ যুবকসহ ৩২ বাংলাদেশিকে এবং ২২ সেপ্টেম্বর রাতে একই স্থান থেকে জাকিরসহ ৪ দালাল তৃতীয় বোটে গৌরনদী ও আগৈলঝাড়ার ১০ যুবকসহ ৩৮ বাংলাদেশিকে ভূমধ্যসাগর পথে ইতালির উদ্দেশে পাঠায়।
ওই ৩টি বোট ১০ থেকে ১২০ ঘণ্টা চলার পর লিবিয়া কোস্ট গার্ড আটক করে। ৩টি স্পিডবোট থেকে আটককৃত গৌরনদীর ৭০ যুবকসহ ১০৮ বাংলাদেশি বাংকিনা কারাগারের পাশে গাড়ির একটি গ্যারেজের ভেতর বন্দি করে রাখে।
এ খবর পেয়ে ১৬ অক্টোবর গৌরনদীতে দালাল জাকির মোল্লার বাড়িতে জড়ো হন নিখোঁজ যুবকদের স্বজনরা। জাকিরের মা ও বোনকে গৃহবন্দি করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।
মানব পাচার চক্রের দালাল জাকির মোল্লা ফোনে বলেন, ৩টি স্পিডবোটে আটক গৌরনদীর ও আগৈলঝাড়ার ৭০ যুবকসহ ১০৮ বাংলাদেশিকে বাংকিনা কারাগার থেকে ১৮ থেকে ২১ অক্টোবরের মধ্যে ছাড়ানো হয়েছিল। আমার ৫৬ জনের মধ্যে থেকে কয়েক যুবক বাংলাদেশে ফিরে গেছে।
গেইমঘর থেকে দালালসহ পুনর্রায় গৌরনদী ও আগৈলঝাড়ার ৪০ যুবককে লিবিয়া পুলিশ আটক করেছে। যতবার আটক হবে, ততবারই নিজের টাকা দিয়ে ছাড়িয়ে আনব। এরপর গেম দিয়ে ইতালি পাঠাব। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ পথে ইতালি যেতে চায় বলেই আমি তাদের পাঠাই।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.