শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ সালাহউদ্দিন শেখের বদলির আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত এক ঘন্টা প্রতিষ্ঠানের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
এসময় শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনে ব্যানার ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন।
এর আগে গত ২৬ নভেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে।
কলেজ কতৃপক্ষ জানায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইন্সট্রাক্টর মোঃ সালাহউদ্দিন শেখকে মাদারীপুরের সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বদলি করা হয়েছে। একই আদেশে অন্য এক শিক্ষককে তার স্থলে গোয়ালন্দে পোস্টিং দেওয়া হয়। এ খবর জানার পর থেকেই শিক্ষার্থীরা তাদের শিক্ষককে প্রতিষ্ঠানে রেখে দেওয়ার দাবি জানিয়ে প্রতিবাদ করা শুরু করে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, “সালাউদ্দিন স্যার অনেক দক্ষ, শিক্ষার্থী বান্ধব ও ভালো মনের একজন শিক্ষক । তাকে ষড়যন্ত্র করে এখান থেকে বদলি করা হয়েছে। আমরা তাকে যেতে দেব না। তিনি শুধু শিক্ষক নন, তিনি আমাদের অভিভাবক। তাকে বদলি করা হলে এখানকার শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোছাঃ সুলতানা মেহেরুনা জামান বলেন, বদলির বিষয়টি আমাদের হাতে নেই। উপর মহল থেকে নিয়ম অনুযায়ী বদলি করা হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, মানববন্ধনের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে দাবির বিষয়ে আবেদন করতে বলেছি। আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধান করা হবে। শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয় সে বিষয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেয়া হয়েছে।

