হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বরেন্দ্রভূমির শস্য ভান্ডার খ্যাত পত্নীতলা উপজেলায় মাঠে মাঠে সুবাস ছড়াচ্ছে সুগন্ধি আতব ধান।কিছু গ্রাম এলাকার চারিদিকে সুগন্ধি আতব ধানের সমারোহ।
সুগন্ধি আতব ধান ঘরে তোলার মধ্যেই নিহিত থাকে এ উপজেলার কৃষক পরিবারের স্বপ্ন ও আশা।
সুগন্ধি আতব ধানের স্বপ্নে বিভোর এখন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে চলতি মৌসুমে প্রায় ৬ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে সুগন্ধি আতব ধান চাষ করা হয়েছে।
এবার উপজেলায় বিশেষ করে ব্রিধান-৩৪ ও চিনি আতব জাতের আমন ধান রোপণ করা হয়েছে।বিঘা প্রতি ১২ থেকে ১৪ মণ করে ধানের ফলন হয়।
সরেজমিনে উপজেলার পদ্মপুকুর,কাঞ্চন, নাদৌড়সহ বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়,এইসব এলাকার জমি আতব ধান চাষের উপযোগী হওয়ায় উক্ত এলাকার জমিগুলোতে চাষিরা অন্য কোন ধান চাষ না করে,এই ধান চাষ করেছেন।
উপজেলার নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের গৃহস্থ-কৃষক মো.আ: সাত্তার (৫৯) জানান,তিনি প্রায় ৪ বিঘা জমিতে সুগন্ধি আতব ধান চাষ করেছেন।গতবারও তিনি আতব চাল লাগিয়েছিলেন, ফলন ভালো পেয়েছিলেন দাম ও পেয়েছেন ভালো এবারও তিনি আশাবাদী ভালোভাবে ফসল ঘরে তুলতে পারবেন এবং ভালো দাম পাবেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন বলেন,আউস ধান কাটার পর সুগন্ধি আতব ধানে চাষ করা যায় তাই এ ধান লাভ জনক ফসল।ধানের দাম ভাল থাকলে কৃষকরা লাভবান হবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.