Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল ও গুলিসহ আটক ১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ৪:৩৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তুল, গুলি ও ম্যাগাজিন সহ আরিফুল ইসলাম (২৪) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আজ সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের আতারপাড়া সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী ওই যুবককে আটক করা হয়। সে একই ইউনিয়সের ডিগ্রিরচর সীমান্ত এলাকার রিয়াজুল ইসলামের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর বিশেষ টহল দল সীমান্ত পিলার ৮৪/২-এস হতে ১৫০ গজ বাংলাদেশ অভ্যন্তরে আতারপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তুল, দু’টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার ৬০০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।

পরে অস্ত্র ও গুলিসহ আটক অস্ত্র ব্যবসায়ী আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ অভিযান তারই অংশ। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।