মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। বিকেলে সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির মাওলানা মোঃ ইকবাল হোসেন ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির মোঃ সফিউল আলম সেক্রেটারি মাওঃ মোঃ সুলতান মাহমুদ , কামাত কাজলদিঘি ইউনিয়ন আমির মোঃ ইউনুছ আলী , সেক্রেটারি মাওঃ আজিমুল ইসলাম , ৫ নং ওয়ার্ড সভাপতি, আলতাফ হোসেন, সেক্রেটারি আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান
ইউনিট সভাপতি, জাফরুল ইসলাম সহ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে মা-বোনদের ইজ্জত-আব্রু রক্ষা পাবে, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। মানব রচিত আইনে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু নারী সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, নিশ্চিতও হয়নি। বরং রাষ্ট্রীয় মদদে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে।
খুন-ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধ হয়নি; বরং ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এমনকি এসব ঘটনায় ভুক্তভোগী কিংবা তার পরিবার ন্যায়বিচার পায়নি বিচারের নামে তামাশা করা হয়েছে।
তারা আরো বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে খুন-ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের ঘটনায় দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হবে। ইসলামী সমাজ বিনির্মাণে নারীদের কেউ এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন হচ্ছে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন।
আপনার একটি ভোটেই নির্ধারণ হবে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত। সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে ক্ষমতা চলে গেলে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত হুমকির মুখে পড়বে।

