Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি
ডিসেম্বর ১, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃএনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি

‎পঞ্চগড় ১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে উঠান বৈঠক শুরু করেছে বাংলাদেশ জামাতে ইসলাম। বিকেলে সদর উপজেলার ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও পঞ্চগড় জেলা আমির মাওলানা মোঃ ইকবাল হোসেন ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা জামায়াতে ইসলামের আমির মোঃ সফিউল আলম ‎সেক্রেটারি মাওঃ মোঃ সুলতান মাহমুদ , কামাত কাজলদিঘি ইউনিয়ন আমির মোঃ ইউনুছ আলী , সেক্রেটারি মাওঃ আজিমুল ইসলাম , ৫ নং ওয়ার্ড সভাপতি, আলতাফ হোসেন, সেক্রেটারি আনারুল ইসলাম, সহ-সভাপতি মোঃ লুৎফর রহমান
‎ইউনিট সভাপতি, জাফরুল ইসলাম সহ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত থেকে বক্তারা বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে বক্তারা বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে মা-বোনদের ইজ্জত-আব্রু রক্ষা পাবে, নারীর অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে। মানব রচিত আইনে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালিত হয়েছে, কিন্তু নারী সমাজের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি, নিশ্চিতও হয়নি। বরং রাষ্ট্রীয় মদদে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে।

খুন-ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধ হয়নি; বরং ক্রমেই বৃদ্ধি পেয়েছে। এমনকি এসব ঘটনায় ভুক্তভোগী কিংবা তার পরিবার ন্যায়বিচার পায়নি বিচারের নামে তামাশা করা হয়েছে।

‎তারা আরো বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে খুন-ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনসহ যেকোনো অপরাধের ঘটনায় দ্রুত বিচার কার্য সম্পন্ন করা হবে। ইসলামী সমাজ বিনির্মাণে নারীদের কেউ এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচন হচ্ছে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত গড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার নির্বাচন।

আপনার একটি ভোটেই নির্ধারণ হবে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত। সন্ত্রাসী-চাঁদাবাজদের হাতে ক্ষমতা চলে গেলে আপনার সন্তানের সুরক্ষা, জীবনের নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যত হুমকির মুখে পড়বে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।