বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে তিন শতাধিক সুজুকি গ্রাহকের মিলন মেলা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিনব্যাপী শহরের বেলটিয়া এলাকায় লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে মেসার্স এস এস এন্টারপ্রাইজ এই মিলন মেলা ও প্রশিক্ষণের আয়োজন করে।
এ সময় এস এস এন্টারপ্রাইজের প্রোপাইটার মো: সোহেল রানা, এস এম সুমন, ব্যানকন মোটরবাইকের লিমিটেডের এরিয়া ম্যানেজার নিশাদ, রাজিব আল আমিনসহ অন্যান্যরা মোটরসাইকেল চালকদের প্রশিক্ষণ প্রদান করে।
এ সময় তারা মোটরসাইকেল চালকদের ট্রাফিক আইন সম্পর্কে ধারণা প্রদান করে বলেন, চালক এবং সহযাত্রী উভয়ের জন্য হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় বৈধ ডাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট এবং ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে।
সকল প্রকার ট্রাফিক সাইন যেমন: গতির সীমা, নো-এন্ট্রি, ওয়ান-ওয়ে এবং ট্রাফিক পুলিশের সংকেত মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণভাবে বা ট্রাফিকের নিয়ম না মেনে ওভারটেকিং করা যাবে না। মোটরসাইকেল চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রশিক্ষণে জামালপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন শতাধিক সুজুকি মোটরসাইকেল চালক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.