নওগাঁ প্রতিনিধি
শিক্ষকদের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে পরীক্ষা বন্ধের মতো কঠোর আন্দোলনে নেমেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
কেন্দ্রীয় নির্দেশনায় সহকারী শিক্ষক পদটি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত করাসহ চার দফা দাবিতে সোমবার থেকে পূর্ণ দিবস কর্মবিরতি শুরু করেছেন নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা। শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্তৃপক্ষকে তাদের দাবি দ্রুত মেনে নিতে আহ্বান জানান শিক্ষার্থী ও অভিভাবকরা।
শিক্ষকদের চার দফা দাবি গুলো হলো, সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর গেজেট প্রকাশ, বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা, সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ দেওয়া এবং ২০১৫ খ্রিষ্টাব্দের আগের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ করা।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমাস চৌধুরী, কেডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসমত আলীসহ অন্যান্য শিক্ষকরা বলেন, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের দীর্ঘদিনের অধিকার ও বঞ্চনার প্রেক্ষিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রিপদ ৯ম গ্রেড করার দাবি জানিয়ে আসছি আমরা।
আমাদের অধিকার আদায়ে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়েছে। কিন্তু সরকারের তরফে এখনো কোনো ইতিবাচক সাড়া আমরা পাইনি। তাই দাবি আদায়ে সোমবার থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। সরকার আমাদের দাবি গুলো দ্রুত বাস্তবায়ন করলে আমরা পরবর্তীতে ছুটির দিনে পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের এ ক্ষতি পুষিয়ে দিবো।
নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সাইফুল ইসলাম, দশম শ্রেণির শিক্ষার্থী ফিহা, নওগাঁ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী দশম শ্রেণির শিক্ষার্থী সিয়ামসহ অন্যরা বলেন, শিক্ষকদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। শিক্ষকরা যদি খুশি মনে থাকে তাহলে আমাদের পাঠদানে মনোযোগী হবেন। তাই আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে ক্লাসে ফেরার ব্যবস্থা করে দিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.