জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় নবাগত জেলা প্রশাসক আল-মামুন মিয়ার সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া। তিনি কালাই উপজেলার সার্বিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুবিধাবর্ধনে প্রশাসনের অঙ্গীকার তুলে ধরেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সমস্যাবলী ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এবং উপস্থিতরা নবাগত জেলা প্রশাসককে অভিনন্দন জানান।

