Nabadhara
ঢাকাসোমবার , ১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্যের প্রতিবাদে প্রেস ব্রিফিং

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 
ডিসেম্বর ১, ২০২৫ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের আলফাডাঙ্গায় বাউল শিল্পী আবুল সরকারের এক ভিডিওতে ধর্মীয় অবমাননাকর বক্তব্য প্রচারের অভিযোগকে কেন্দ্র করে উলামায়ে কেরাম ও সচেতন নাগরিকদের উদ্যোগে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) বিকালে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ প্রেস ব্রিফিং ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের সভাপতি এবং মিঠাপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মুফতী সিরাজুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ের প্রধান অতিথি আলফাডাঙ্গা উপজেলা ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা তামিম আহমেদ মিলন তার বক্তব্যে বলেন, ইসলামের মূল আকীদা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা মুসলিম সমাজ কখনো মেনে নেবে না। বাউল শিল্পী আবুল সরকারের বক্তব্য তাওহীদপ্রেমী মানুষের মনে ব্যথা ও ক্ষোভ সৃষ্টি করেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দ্রুত আইনি প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন,বাংলাদেশ ইসলামী আন্দোলন আলফাডাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাদী জসীম উদ্দীন, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কতুব উদ্দীন ফরিদী, উপজেলা মডেল জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শামীম আনছারী, চাঁদড়া তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা আমিনুল্লাহ, হেলেঞ্চাহাটি কঠুরাকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা আহসানুল্লাহসহ অন্যান্য ধর্মীয় নেতারা।

বক্তারা বলেন, ধর্মীয় অবমাননার ঘটনার পরে যথাযথ শাস্তি না হওয়ায় অনেকেই সাহসী হয়ে উঠছে। তাই দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

প্রেস ব্রিফিংয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমাম ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।