আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আশাশুনিতে ছাগল কুরবানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) আশাশুনির গুনাকরকাটি খানকা শরীফে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সাতক্ষীরা-৩ (আশাশুনি, কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব কাজী আলাউদ্দীনের উদ্যোগে বিকালে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সাদকায়ে জারিয়া হিসাবে খানকা শরীফ হেফজখানায় শিক্ষার্থীদের জন্য একটি ছাগল কুরবানি করা হয়।
মাগরিব নামাজের পর দরবার শরীফ জামে মসজিদে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মীলাদ পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মনিরুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন মাওঃ রবিউল ইসলাম।
মিলাদ মাহফিলে সাবেক ইউপি চেয়ারম্যান পীরজাদা আব্দুল কাইউম, পীরজাদা আবু তাহের, এমপি প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীন উপস্থিত ছিলেন। এছাড়াও ছফর সঙ্গী হিসেবে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক রবিউল আওয়াল ছোটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

