কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনসাধারণের চলাচলের দীর্ঘদিনের একটি রাস্তা নির্মাণে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী আব্দুল হক মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ জমা দিয়েছেন একই এলাকার অপূর্ব দাস।
জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে সিকিরবাজার এলাকায় অপূর্ব দাসের বাড়ির সামনে থেকে ৯৮ ফুট আরসিসি ঢালাই রাস্তা নির্মাণের জন্য পৌরসভা থেকে অনুমোদন দেওয়া হয়। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করতে গেলে আব্দুল হক মিয়া তার লোকজন নিয়ে বাধা দেন এবং কাজ বন্ধ করে দেন।
অভিযোগকারী অপূর্ব দাস বলেন, “প্রায় ২৫ বছর ধরে আমরা ১০টি পরিবার এই রাস্তা দিয়ে চলাচল করছি। উন্নয়নের জন্য পৌরসভা আরসিসি ঢালাই প্রকল্প অনুমোদন দিয়েছে। কিন্তু কাজ শুরু হতেই আব্দুল হক মিয়া তার লোকজন নিয়ে বাধা দেয় এবং আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেয়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
অভিযোগের বিষয়টি স্বীকার করে আব্দুল হক মিয়া বলেন, “যে জায়গায় রাস্তা ঢালাইয়ের কাজ পাশ হয়েছে, সেই জায়গা আমার। আমি সেখানে দোকান নির্মাণ করতে চাই। তাই রাস্তা ঢালাই করতে দিইনি। তবে আমি কাউকে হত্যা বা দেশত্যাগের হুমকি দিইনি।”
অভিযোগের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.