Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে নতুন উপজেলা নির্বাহী অফিসার ফরিদার দায়িত্ব গ্রহণ, বিদায় নিলেন ইজাজুল হক

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছাঃ ফরিদা সুলতানা।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক নবাগত ইউএনও মোছাঃ ফরিদা সুলতানার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

মোছাঃ ফরিদা সুলতানা ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন।‌ দুমকিতে যোগদানের আগে তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবেও কর্মরত ছিলেন।

নতুন ইউএনও মোছাঃ ফরিদা সুলতানার বাড়ি রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়‌।

দায়িত্ব গ্রহণকালে নবাগত ইউএনও মোছাঃ ফরিদা সুলতানা দুমকিবাসীর প্রতি আন্তরিক বার্তা দেন। তিনি বলেন, দুমকি থেকে ৫১০ কিঃ মিঃ দূরে আমার বাড়ি। এখানে আপনারাই আমার প্রতিবেশী, আত্মীয় স্বজন।

তিনি দুমকি উপজেলার উন্নয়ন ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সকল জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।