নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা, মন্দির, আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘর এবং অসহায় ও দুস্থদের মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে ২৮ জনের মাঝে ৪৬ বান টিন এবং প্রত্যেককে ৩ হাজার টাকা দেওয়া হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার দেবাশীষ বাছাড়, যুব উন্নয়ন কর্মকর্তা সাজেদুল হক, কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু শৈলেন্দ্রনাথ মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
টিন ও নগদ অর্থ এসব পরিবারের হাতে তুলে দিয়ে টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহি অফিসার এ কে এম হেদায়েদুল ইসলাম কবলেন, আজ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কিছু পরিবার ও প্রতিষ্ঠানের হাতে টিন ও নগদ অর্থ তুলে দিয়ে আমার ভাল লাগছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।