ঝিনাইদহ প্রতিনিধি
দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে আজও বাড়িতে ফিরে আসেনি ফিরোজ মিয়া নামের এক বৃদ্ধ। ফিরোজ মিয়া বিগত ২০১৫ সালের ১৯ অক্টোবর মাগুরা সদর উপজেলার রায়গ্রাম তার নিজ বাড়ী থেকে চা খাবার কথা বলে বের হয়ে আজও বাড়ীতে ফেরেনি।
তার ছেলে নাহিদুজ্জামান ঐ বছরের ৪ নভেম্বর মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার ডায়েরী নম্বর-১৯৫। তার পরও তার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।
হারিয়ে যাবার সময় ফিরোজ মিয়া’র বয়স ছিলো ৬৬ বছর। দীর্ঘ ১০ বছর আগে চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে হারিয়ে যাওয়া বাবাকে ঝিনাইদহে খুঁজে বেড়াচ্ছে ছেলে নাহিদুজ্জামান।
বর্তমানে ফিরোজ মিয়া’র বয়স প্রায় ৭৬ বছর হবে। ছোটবেলার স্মৃতি মনে করে দীর্ঘ ১০ বছর পর নাহিদুজ্জামান তাঁর বাবাকে খুঁজতে ঝিনাইদহ জেলা শহরে এসেছে।
নাহিদুজ্জামান এর সাথে কথা বলে জানা যায়, বিগত ২০১৫ সালের ১৯ অক্টোবর তাঁর বাবা চা খাবার কথা বলে নিজ বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। সে সময়ই নিকটতম আত্মিয়-স্বজনের বাড়িসহ অনেক জায়গাতে খোঁজাখুঁজি করেও তার বাবার কোন সন্ধান পায়নি।
আমার মা মনোয়ারা বেগম, বোন পপি খাতুন, আমি ও আমার ভাই রোকনুজ্জামান রকি বাবাকে না পেয়ে মানবেতর এবং উৎকন্ঠার মধ্যদিয়ে দিনযাপন করে আসছি। এমনকি আমরা পরিবারের সকলেই আমার বাবাকে না পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছি।
নাহিদুজ্জামান জানায়, তাঁর বাবা হারিয়ে যাওয়ার সময় গায়ে সাদা রঙ্গের গেঞ্জি ও পড়নে সবুজ রঙ্গের লুঙ্গী পরিহিত ছিলো। তার বাবার গায়ের রং ফসাঁ, মুখে ছোট ছোট চাপ দাঁড়ি ছিলো। শরীরের স্বাস্থ্য হালকা পাতলা ,উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, ডান ও বাম পায়ে দূর্ঘটনার দাগ আছে।
তিনি আরও জানান, আমার বাবা ফিরোজ মিয়াকে ফিরে পাওয়ার আশায় এখন ঝিনাইদহ জেলা শহর এলাকায় খোঁজাখুঁজি করছি। আমাদের ধারণা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, নড়াইল, ঢাকা, ফরিদপুর, রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকাতে থাকতে পারে আমার বাবা। এছাড়াও আমি আমার বাবাকে দেশের বিভিন্ন জেলাতে আজ দশ বছর ধরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে আসি।
যাতে আমি আমার বাবাকে ফিরে পেতে পারি এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। বর্তমানে আমার বাবা বেঁচে আছে কিনা সেটাও আমরা জানিনা, যদি বেঁচে থাকে তাহলে আমরা আমার বাবাকে ফিরে পেতে পারি সেই কামনায় করি মহান আল্লাহর কাছে।
যদি আমার বাবাকে কেউ দেখে থাকেন বা পেয়ে থাকেন তাহলে আমার ০১৮৬৭-৮৩২৩৯৩ নাম্বার মোবাইলে যোগাযোগ করার অনুরোধ করছি। অথবা আপনার নিকটতম থানা পুলিশকে অবহিত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.