জামালপুর প্রতিনিধি
জামালপুরে ওয়ারিশসূত্রে পাওয়া জমিতে প্রবেশে বাঁধা ও বেদখলের অপচেষ্টার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে ভূক্তভোগী পরিবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী সিমু বেগম (৪১), তোফাজ্জল হোসেন (৪৯) ও মোফাজ্জল হক (৪৫) বক্তব্য রাখেন। লিখিত বক্তব্যে সিমু বেগম জানান, তার স্বামী তোফাজ্জল হোসেন সদর উপজেলার নান্দিনা মৌজায় ওয়ারিশসূত্রে ৮৮ শতাংশ জমির মালিক। কিন্তু একই এলাকার মৃত হোসেন আলীর দুই ছেলে—সাইদুর রহমান (৪৮), শফিকুল ইসলাম (৫২) ও শফিকুল ইসলামের ছেলে রাহাত (২৮)—উক্ত জমিতে তাদের প্রবেশে বাঁধা দিচ্ছেন এবং এককভাবে জমিটি ভোগদখলের পাঁয়তারা করছেন।
তিনি অভিযোগ করেন, জমিতে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি প্রদান করে। প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানিরও হুমকি দেওয়া হয়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগে তারা জমিতে যেতে সাহস পাচ্ছেন না বলে জানান সিমু বেগম।
এ ঘটনায় জামালপুর সদর থানায় একাধিক অভিযোগ দায়ের করেছেন বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তার প্রাপ্য জমির দখল ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের সদস্যরা ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

