মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রস্তাবিত নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে সারা দেশের মতো যশোরের মণিরামপুরেও পূর্ণ কর্মবিরতি পালন করেছেন পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা।
মঙ্গলবার (০২.১২.২৫) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের চত্বরে এফডব্লিউভি, এফপিআই ও এফডব্লিউএ পদে কর্মরতরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় সমাবেশে এফডব্লিউভি লায়লা আনজুমান বানুর সভাপতিত্বে এবং এফপিআই আমিনুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এফপিআই আঞ্জুমান আরা, আকতারুজ্জামান, এফডব্লিউভি মামেন সুলতানা কবিতা, এফডব্লিউএ নাসরিন সুলতানা, মরিয়ম খাতুন, দীপা খন্দকার, সোমা দাসসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা বিভাগের রাজস্বখাতভুক্ত তিনটি গুরুত্বপূর্ণ পদ পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ)এর চাকরিজীবনে ন্যায্য ও যৌক্তিক নিয়োগ বিধি দীর্ঘ ২৬ বছরেও বাস্তবায়িত হয়নি।
তারা জানান, চাকরির শুরু থেকে আজ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন ও শান্তিপূর্ণ আন্দোলন করেও কোনো সুফল মেলেনি। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো নিয়োগ বিধির বাস্তবায়ন হয়নি।
সমাবেশে আন্দোলনকারীরা দাবি করেন—আমাদের ন্যায্য ও যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। নয়তো আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.