স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় নিয়োগবিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি করছেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ),পরিবার কল্যাণ সহকারী (ঋডঅ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (ঋচও) বৃন্দরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এসময় লোহাগড়া উপজেলাত পরিবার কল্যাণ সহকারি শাহানা আফরোজ বলেন,আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণীর। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা।
আমরা সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারী, সাড়ে ৪ হাজার পরিবার কল্যাণ পরিদর্শক, ৫ হাজার পরিবার পরিকল্যাণ পরিদর্শিকা সবাই একসাথে কাজ করি। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম মৃত্যু, শিশু মৃত্যুরোধ নিয়ে আমরা প্রত্যকের বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকি ।
আমরা একটা পরিবারকে সুন্দর করে রাখার জন্য একটা বাচ্চা জন্মের পর তার নিবন্ধন, গর্ভবতী সেবা নিশ্চিত, হাসপাতালে পাঠানোর জন্য উৎসাহিত, বাড়ি থেকে ডেলিভারিসহ ইপিআই তে সহযোগিতা করি।
তিনি বলেন, আমরা করোনার ভ্যাকসিন, জরায়ু মুখ ক্যান্সার ভ্যাকসিন দিয়েছি, এর আগে পোলিও মুক্ত করেছি, কমিউনিটি ক্লিনিকে বসি, ইপিআই তে বসি, এক কথায় আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সমস্ত সেবা দিয়ে থাকি । আমরা ট্যাবে কাজ করি আমাদের সমস্ত রিপোর্ট অনলাইনে যায়।
কিন্তু আমরা তৃতীয় শ্রেণিতে যোগদান করেও ১৫ সালের পরে চতুর্থ শ্রেণীতে ১৭তম গ্রেডে বেতন পাই, আমাদের মূল কথা হচ্ছে আমাদের নিয়োগ বিধি নেই, কোন পদোন্নতি নেই, বিভিন্ন দপ্তরে ঘুরেও ২৬ বছরে কোন নিয়োগ বিধি নেই।
যতদিন নিয়োগবিধি না হবে ততদিন আমরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে যাব। কাশিপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মশিউর রহমান বলেন, আমরা পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সেবা দিয়ে আসছি।
একটি নতুন দম্পতি শুরু থেকে কিভাবে পরিবার পরিকল্পনা করবে,বাল্য বিবাহ, যৌতুক এগুলা নিয়ে আমরা কাজ করি। সমাজের যে অন্যায় অত্যাচার এগুলো নিয়ে কাজ করি। এখন স্কুলে স্বাস্থ্য নিয়ে কাজ করছি।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে আজও আমাদের যে নিয়োগ বিধি সে নিয়োগ বৃদ্ধি পায়নি। যার ফলে যে পদেই জন্ম সেই পদে মৃত্যু হচ্ছে আমাদের। নিয়োগ বিধি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলতে থাকবে। তিনি সরকারের কাছে আহ্বান জানান অনতিবিলম্বে নিয়োগবিধি দ্রæত করে দেয়ার জন্য।
এদিন কর্মবিরতি অবস্থান কর্মসূচিতে লোহাগড়া উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (ঋডঠ),পরিবার কল্যাণ সহকারী (ঋডঅ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (ঋচও) গন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.