হাসান শাহরিয়ার পল্লব,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর শহরের নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা বহুদিন ধরে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার লক্ষ্য করা গেছে বলে এলাকাবাসী অভিযোগ করে । দীর্ঘদিন ধরে এ ভোগান্তিতে শিক্ষক শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সেবা গ্রহীতারা সহ এলাকাবাসী।
স্কুল থেকে হাসপাতাল রোডে যুক্ত হওয়া ২শ মিটার এই রাস্কাটি প্রায় ৫ বছর যাবৎ বেহাল দশা দিনে দিনে আরও খারাপ হচ্ছে।
রাস্তার অধিকাংশ স্থানে বড় বড় গর্ত,ভাঙা, ইটা বালি, খোয়া, বিটুমিন, উঠেগিয়ে চলাচলে-অযোগ্য হয়ে পড়েছে। ছোট ছোট ক্ষুদে শিক্ষার্থীরা স্কুলে যাওয়া আসা করতে গিয়ে সাইকেল নিয়ে পড়ে গিয়ে আহত হচ্ছে,আবার প্রবীণ ও গর্ভবতী মায়েরা যারা ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে এই রাস্তায় কষ্টের শিকার হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বেহাল দশার কারণে রাস্তার পাশে খেলার মাঠের একাংশ দিয়ে যানবাহন ও মানুষ চলাচল করছে।
এটিই স্কুল ও নজিপুর ইউনিয়নপরিষদে যাতায়াতের প্রধান রাস্তা।
এই স্কুলে এসএসসি পরীক্ষা কেন্দ্র অনুষ্ঠিত হয়,বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ২১ ফেব্রুয়ারিসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও উৎসব বাৎসরিক ওয়াজ মাহফিল, সভা সমাবেশ এই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়ে থাকে, এজন্য হাজার হাজার মানুষের সমাগম হয় রাস্তায়।
নজিপুর পৌরশহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবস্থিত রাস্তার বর্তমান বেহাল দশা যেন "বাতির নিচে অন্ধকার ''প্রবাদের মতই। তাই দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার করে ভোগান্তি দূর করার দাবি শিক্ষার্থীদের।
উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন বলেন এটি পৌরসভার রাস্তা, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প(IUGIP) আবেদন করা আছে অনুমোদন হলে টেন্ডার দেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.