Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার 

নওগাঁ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সদর উপজেলায় নদীর পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

মঙ্গলবার (০২.১২.২৫) বেলা ১২ টার দিকে শহরের লড লিটন ব্রীজে নিচে নদীর পূর্ব পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন থানা পুলিশ।

নিহত আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনারুল বেশ কিছু দিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউবাজার বসবাস করতেন।হঠাৎ করে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় এক ব্যাক্তি নদীর ব্রীজের নিচে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে।

তাৎক্ষণিক ভাবে থানা পুলিশে খবর দেয় সে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।