Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গোপালগঞ্জে দুই ব্যক্তি আটক

গোপালগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, নগদ টাকা ৪ হাজার ৬২০ টাকা ও ২টি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র উদ্ধার করা হয়। পরে আটক দুই ব্যক্তিকে গোপালগঞ্জ সদর থানায় পাঠানো হয়।

সাংবাদিক পরিচয়ে আটক দুই ব্যক্তি হলেন টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের সোলায়মান শেখের ছেলে মনিরুল ইসলাম (৩৬) ও সদর উপজেলার চর-বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ (৪২)।

এতথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে ঘোনাপাড়া এলাকার বেকারি, মিষ্টির দোকান ও রেস্টুরেন্ট থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল মনির ও হাকিম নামের দুই ব্যক্তি। এবিষয় নিয়ে কয়েকজন ভুক্তভোগী দোকানদার সেনাবাহিনীকে জানায়। পরে মঙ্গলবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদাবাজির করতে গিয়ে দুজনকে আটক করে সেনাবাহিনী।

ওসি মো. শাহ-আলম আরও বলেন, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদরের সেনাবাহিনী ক্যাম্পে আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। চাঁদাবাজির বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।