Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

২০২৪ সালের নতুন নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টানা ১০ দিনের কর্মবিরতি কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির প্রথম দিনে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমান, আশরাফ আলী এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা পলি আক্তার। তারা বলেন—দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত নিয়োগ বিধি বাস্তবায়ন না হওয়ায় কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও তারা জানান।

কর্মবিরতির কারণে উপজেলায় জন্মনিরোধক সরবরাহ ও সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শতভাগ দম্পতি জন্মনিয়ন্ত্রণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সেবা প্রদান এবং কিশোর-কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবাও বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

কর্মসূচিতে পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীরা অংশগ্রহণ করেন। কর্মীরা জানান, তাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হলে যে কোনো সময় কর্মবিরতি প্রত্যাহার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।