বগুড়া প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় পালিত হয়েছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’য় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রামীণ আলোর নির্বাহী পরিচালক ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার।
প্রধান অতিথি সালমা আক্তার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিএনএফ অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করতে সেবা ও সহায়তার কাঠামো বিস্তারে কাজ করছে। সারা দেশের প্রায় ৭০০ এনজিওর মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এর মধ্যে বগুড়ায় ৩৫টি এনজিও দারিদ্র্য বিমোচন, জীবনমান উন্নয়নসহ নানামুখী সেবামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছে। প্রান্তিক পর্যায়ে সেবার পরিধি বাড়াতে পারলে তৃণমূল মানুষের জীবনে মানবিক সেবার আলো আরও সমানভাবে পৌঁছে যাবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—পিইউপি’র প্রধান সমন্বয়কারী শেখ মোহাম্মদ আবু হাসানাত, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম, ওরাপের নির্বাহী পরিচালক মোদাচ্ছির রহমান, পেসডের নির্বাহী পরিচালক রোমমানা খাতুন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম রন্টু, এনডিএফের নির্বাহী পরিচালক শফিউল ইসলাম ও সোপানের নির্বাহী পরিচালক বিরেন দাসসহ অন্যরা।
আলোচকরা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিএনএফ সহযোগী সংস্থাগুলোকে অনুদান প্রদান করে উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গাভি পালন, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, ভ্যান বিতরণ, সেলাই মেশিন বিতরণ, পাপস প্রস্তুত প্রশিক্ষণ, রাজমিস্ত্রি ও রড বাইন্ডিং প্রশিক্ষণসহ বিভিন্ন আয়বর্ধক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে অসংখ্য দরিদ্র পরিবারের সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
এ ছাড়া স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন, নিরাপদ পানি সরবরাহ, গৃহনির্মাণসহ গ্রামীণ জীবনমান উন্নয়নে নানা সেবামূলক কার্যক্রমও বিএনএফের অনুদানে বাস্তবায়িত হচ্ছে।
অনুষ্ঠানের শেষে বগুড়ায় বিএনএফের কার্যক্রমে জড়িত বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর নির্বাহী প্রধানদের সাথে নিয়ে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ উদযাপন করেন প্রধান অতিথি সালমা আক্তার।

