জেলা প্রতিনিধি, গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৮৪ শতক জমির রোপনকৃত বোরো ধানের ক্ষেত রাসায়নিক পদার্থ দিয়ে ঝলছে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক সবুর মোল্যা বাদী হয়ে গত ৫ সেপ্টেম্বর কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লীজ সূত্রে জমির মালিক সবুর মোল্যা অভিযোগ করে বলেন, ‘আমি দীর্ঘ ২০ বছর ধরে জমিটি আশরাফুল ইসলামের কাছ থেকে লীজ নিয়ে আবাদ করে আসছি। জমিটি প্রতিবেশি আব্দুর রহমান মোল্যা তার ইটভাটায় লীজ নেওয়ার জন্য চেষ্টা করেন। সম্প্রতি জমি আবাদ না করার জন্য আমার বাড়িতে দু’জন লোক পাঠায় তিনি। আমি তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় ধান রোপনের এক সপ্তাহ পরে রাতে কীটনাশক ছিটিয়ে আমার ৮৪ শতক জমির রোপনকৃত চারা ধান ঝলছে দেয়া হয়েছে। এতে আমার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ ধানক্ষেত পরিদর্শন করেছি। ক্ষতিকর কোনো রাসায়নিক পদার্থ দিয়ে ধানের চারাগাছগুলো ঝলছে দেয়া হয়েছে।
অভিযুক্ত আব্দুর রহমান বলেন, ‘ধানক্ষেতে কীটনাশক ছিঁটানোর সাথে আমি জড়িত না। কে বা কারা করেছে আমার জানা নেই। আমার প্রতিপক্ষ পূর্ব শত্রুতার জের ধরে আমাকে ফাঁসানো ও হয়রানি করার চেষ্টা করছেন।
কাশিয়ানী থানার এসআই তুষার মৃধা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।