Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে খালেদা জিয়ার আরোগ্য কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও খাবার বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় এক এতিমখানায় খাবারও বিতরণ করা হয়।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

দোয়া ও মিলাদের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জামেয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়।

অনুষ্ঠানে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “বেগম জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করুন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।