সুনামগঞ্জ প্রতিনিধি
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় এক এতিমখানায় খাবারও বিতরণ করা হয়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সুনামগঞ্জ-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
দোয়া ও মিলাদের নেতৃত্ব দেন সুনামগঞ্জ জামেয়া মাদানিয়ার প্রিন্সিপাল মাওলানা আব্দুল বছীর। বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনাও করা হয়।
অনুষ্ঠানে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, “বেগম জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করুন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখতে হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.