আলীকদম(বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেমাক্রি ইউনিয়নের বুলুপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর পৃষ্ঠপোষকতা ও অর্থায়নে একটি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়েছে। আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর এই মানবিক উদ্যোগে স্থানীয় প্রায় ৭০-৮০ জন শিক্ষাবঞ্চিত শিশু প্রথমবারের মতো নিয়মিত লেখাপড়ার সুযোগ পাচ্ছে।
সোমবার (২ ডিসেম্বর) নবনির্মিত বিদ্যালয়টি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন পদবীর সদস্য, স্থানীয় পাড়া কারবারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে লে. কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বিদ্যালয়ের প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক শিক্ষা উপকরণ—বই, খাতা, কলম, পেন্সিল, রাবারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। এছাড়া শিশুদের মাঝে বিস্কুট ও চকলেটও বিতরণ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের শেষ প্রান্তে অবস্থিত বুলুপাড়া এক অতি দুর্গম পার্বত্য এলাকা। সেখানে বিজিবির নিজস্ব উদ্যোগে এই বিদ্যালয় প্রতিষ্ঠা স্থানীয় ৩টি পাড়ার প্রায় ৫০টি পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষাবঞ্চিত হতদরিদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের শিশুদের জন্য এ উদ্যোগ নতুন আশার আলো হিসেবে দেখা হচ্ছে।
বিজিবির এই মহৎ সামাজিক অবদান পাহাড়ি এলাকায় শিক্ষা বিস্তারে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.