পলাশবাড়ী(গাইবান্ধা) প্রতিনিধি
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ সহকারী এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিদর্শিকারা তাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার(২ ডিসেম্বর)দুপুরে পলাশবাড়ী সরকারি হাসপাতাল চত্বরে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও সাধারণ সম্পাদক, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতি গাইবান্ধার দীপায়ন রঞ্জন দাস; পরিবার কল্যাণ সহকারী সায়দা রুহানী; পরিবার কল্যাণ সহকারী মাহামুদা আক্তার; এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবরিনা সুলতানা সহ আরও অনেকে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পলাশবাড়ী উপজেলার সকল কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘদিন চাকরিজীবনে নিয়োগ বিধি বাস্তবায়ন না পাওয়ায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। একদিকে বেতন বৈষম্য, অপরদিকে পদোন্নতির সুযোগ না থাকায় একই পদে সারাজীবন কাটিয়ে অবসরে যেতে হয়। তাই পরিবার কল্যাণ সহকারী (FWA), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI), পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV)দের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ বিধি বাস্তবায়নের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল কর্মচারীকে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.