সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার (১ ডিসেম্বর ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহত কয়েদির নাম সালাম মোল্লা (৫৩)। তার বাড়ি বাগেরহাট জেলার ফকির হাট উপজেলা সদরে। তিনি নূর মহম্মদের ছেলে।
এ ব্যাপারে মোবাইল ফোনে জেল সুপার দেবদুলাল কর্মকারের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ফোন রিসি়ভ করেননি।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডাক্তার আব্দুর রহমান জানান, কয়েদি সালাম মোল্যাকে রাত ১০টা ৩৫ মিনিটে জরুরি বিভাগে আনা হলে ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তবে, কি কারণে মৃত্যু হয়েছে সেটি ময়না তদন্ত না করে বলা যাবে না।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিঞ্চুপদ পাল বলেন, চিকিৎসাধীন অবস্থায় যদি মারা যেয়ে থাকে তাহলে জেল কোড অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

