সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঞার ব্যক্তিগত উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল করা হয়েছে।
মঙ্গলবার বাদ আছর চরসাহাভিকারী আকবরিয়া মাদরাসায় এবং বাদ মাগরিব আবদুল গণি স্বর্নকার জামে মসজিদে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন আকবরিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাও. নুরনবী ও আবদুল গণি স্বর্নকার জামে মসজিদের ইমাম মাও. শোয়াইব।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন চরদরবেশ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ ও যুবদল নেতা সাব্বির রায়হান তারেক। নিজের অসুস্থতার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.