ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ভরাডোবা মাদ্রাসাতুস সুফফাহ মাদ্রাসায়।
মাহফিলে কুরআন খতম, তবারক বিতরণ এবং দেশনেত্রীর দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও অংশ নেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল।
অনুষ্ঠানটি শেষ হয় দেশনেত্রীর দীর্ঘায়ু ও সুস্থতার জন্য বিশেষ দোয়ার মাধ্যমে।

