ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা ময়দানে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আয়োজনে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, কোনো অশুভ বা আধিপত্যবাদী শক্তির কাছে জামায়াত বা দেশের মানুষ মাথা নত করবে না।
বিগত ফ্যাসিবাদী সরকারের সময় নেতাদের ওপর চালানো নির্যাতন ও মিথ্যা মামলার উল্লেখ করে তিনি বলেন, “তারা ভেবেছিল নেতাদের ফাঁসি দিয়ে ইসলামের কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু ইসলামের ঝান্ডা উড়বেই এবং ইসলামী সমাজ কায়েম হবে।”
সমাবেশে এটিএম আজহারুল ইসলাম দেশের দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরে বলেন, “আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন চাই। জামায়াত ক্ষমতায় এলে দেশের কোনো অভাব থাকবে না এবং দেশের নাগরিকরা নিরাপদ থাকবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার ও সমতল প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচন হবে সন্ত্রাসমুক্ত বাংলা গড়ার নির্বাচন।”
ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দীনের সভাপতিত্বে এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমাবেশে শহীদ নেতাদের পুত্ররাও আবেগঘন বক্তব্য দেন।
দুপুর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে মিছিল করে নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন এবং স্লোগানে এলাকা মুখরিত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.