Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দাবি আদায় না হওয়া পর্যন্ত,কর্মস্থলে ফিরবো না’

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ২, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নিয়োগবিধির দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি), পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (এফ পি আই) বৃন্দ।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

এ সময় পরিবার কল্যাণ সহকারী ফেরদৌস জাহান বলেন, ‘আমরা তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও বেতন পাই চতুর্থ শ্রেণির। পরিবার পরিকল্পনা বিভাগের মূল চালিকা শক্তি আমরা। জন্মনিয়ন্ত্রণ, জন্ম-মৃত্যু নিবন্ধন, শিশুমৃত্যু রোধ নিয়ে আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকি। আমরা একটি পরিবারকে সুন্দর করে রাখার জন্য একটি বাচ্চা জন্মের পর তার নিবন্ধন, গর্ভবতী সেবা নিশ্চিত, হাসপাতালে পাঠানোর জন্য উৎসাহিত করা, বাড়িতে ডেলিভারিসহ ইপিআই-এ সহযোগিতা করি।’

অথচ সরকারের পক্ষ থেকে আমাদের কোন নিয়োগবিধি নেই। আমাদের আগের সহকর্মীরা এই দুঃখ নিয়ে চাকুরী থেকে অবসর নিয়েছেন। আমাদের সময় শেষ পর্যায়ে। আমরা যদি আমাদের ন্যায্য অধিকারটুকু না পায় তাহলে আমরা কি নিয়ে গেলাম?

যদি অবিলম্বে আমাদের দাবি মানা না হয়, তাহলে আমরা কর্মস্থলে ফিরে যাবো না। পরিবার পরিকল্পনা পরিদর্শক সুবির বলেন, আমাদের একটাই দাবি নিয়োগবিধি। সবাই কাজ করি, কিন্তু কোনো মূল্যায়ন নেই। ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যারা আছি, আমরাই একমাত্র যারা ২৪ ঘণ্টা সেবা দিয়ে থাকি।

বাংলাদেশে নিয়োগবিধি নিয়ে কোন আন্দোলন হয়েছে কিনা আমি জানি না। এটি সরকারের দায়িত্ব। অথচ নিয়োগবিধির জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমরা আশাকরি সরকারের উপর মহলের কর্মকর্তাগণ দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিবেন। আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আর ঘরে ফিরব না।’

কৈচাপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শরীফ আহমেদ বলেন, ‘আমরা পরিবার পরিকল্পনা বিভাগের জন্মলগ্ন থেকে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে সেবা দিয়ে আসছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজও আমাদের যে নিয়োগ বিধি, সে নিয়োগ বিধি আমরা পাইনি। যার ফলে, ‘যে পদেই জন্ম, সেই পদে মৃত্যু হচ্ছে আমাদের’।

আমাদের সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা কোনো পদোন্নতি পাচ্ছি না। আমাদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমাদের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে, সেটা পালন করছি। নিয়োগ বিধি না হওয়া পর্যন্ত আমাদের লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলতে থাকবে।

এ দিন কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফ ডব্লিউ ভি), পরিবার কল্যাণ সহকারী (এফ ডব্লিউ এ) এবং পরিবার কল্যাণ পরিদর্শক (এফ পি আই) গণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।