গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গৌরনদীতে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় বেকারির হকার কুদ্দুস খান (৩৫) ঘটনা স্থলেই মৃত্যুবরণ করেছেন।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদের খালপার নামক স্থানে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কুদ্দুস খান উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের ইঙ্গুল খানের পুত্র।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, কুদ্দুস খান রাত পৌনে নটার দিকে বেকারির মালামাল বিক্রি শেষে ব্যাটারি চালিত ভ্যানযোগ নিজ বাড়িতে যাচ্ছিল।
পথিমধ্যে উপজেলা সাউদের খালপাড় মোল্লাবাড়ি জামে মসজিদের সম্মুখে পৌঁছলে পিছন থেকে দ্রুতগামী অজ্ঞাতনামা পরিবহনে ধাক্কা দেয়। স্বজড়ে ধাক্কায় ভ্যানটি দুমড়ে মুছে যায় এবং ঘটনাস্থলেই বেকারির হকার কুদ্দুস খান মৃত্যুবরণ করেন। দ্রুত মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

