মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর শহরের বাবু চৌধুরীর জেনারেল হাসপাতালে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। ক্লিনিকের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে তীব্র ক্ষোভ ও মানবিক আলোড়ন।
রোববার সকালে ক্লিনিকের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় পরিচ্ছন্নকর্মী সাথী বেগম টয়লেটের ভেতর শিশুটিকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। তাৎক্ষণিকভাবে তিনি রিসিপশনিস্ট স্বর্ণালী খন্দকারকে জানান এবং দু’জনে মিলে নবজাতকটিকে দ্রুত উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নবজাতকটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে এবং শারীরিকভাবে সুস্থ। তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরিচর্যার আওতায় রাখা হয়েছে।
এদিকে জন্মের পরপরই সন্তানকে ফেলে যাওয়ার হৃদয়বিদারক ঘটনাটি এলাকাজুড়ে নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। কেউ কেউ সন্তান পেতে বছরের পর বছর অপেক্ষা করেন, আবার কেউ নিজের সন্তানকে এভাবে ফেলে পালিয়ে যান—এ দৃশ্য সমাজকে নাড়া দিয়েছে।
এমন পরিস্থিতিতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে পরিত্যক্ত নবজাতকটির সার্বিক দায়িত্ব গ্রহণ করেছেন মাদারীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াদিয়া শাবাব। তিনি জানিয়েছেন, শিশুটির নিরাপদ চিকিৎসা, পরিচর্যা ও সুরক্ষার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি শিশুটির মা ও পরিবারের পরিচয় শনাক্তে প্রশাসন ইতোমধ্যে অনুসন্ধান শুরু করেছে।
স্থানীয়রা আশা করছেন, নবজাতকটি নিরাপদে বড় হবে এবং এমন নিষ্ঠুর ঘটনার পুনরাবৃত্তি রোধে সমাজ আরও সচেতন হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.