Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কর্মী সংকটে মহিলা উন্নয়ন কর্মসূচী- কালিয়ায় বিআরডিবি অফিসে কাজ না করেও বেতন তুলছেন এক মাঠকর্মী!

Bayzid Saad
সেপ্টেম্বর ৯, ২০২১ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহিলা উন্নয়ন কর্মসূচীতে সৌখিন হোসেন নামে এক মাঠকর্মী কালিয়ায় অফিস না করেও দিব্যি প্রতি মাসের বেতন তুলছেন বলে জানা গেছে। অফিস সূত্রে জানা যায় সৌখিন হোসেন ২০১৬ সালে কালিয়া অফিসে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকেই অত্র অফিসে কাজ না করে জয়পুরহাট জেলায় কর্মরত আছেন। অত্র অফিসে মহিলা উন্নয়ন কর্মসূচীতে সৌখিন হোসেনসহ ৩জন কর্মী বরাদ্দ থাকলেও তিনি এখানে কাজ না করায় উক্ত কর্মসূচী পরিচালনা দুঃসাধ্য হয়ে পড়েছে। ২জন মাঠকর্মী একটি উপজেলা কভারেজ দিতে হিমসিম খাচ্ছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট কতৃপক্ষকে এ বিষয়ে যতত্নবান হওয়ার পাশাপাশি কর্মসূচীকে বেগবান করার লক্ষ্যে কর্মী সংকট নিরসনের আহবান জানিয়েছেন অফিস কতৃপক্ষ। এ বিষয়ে ৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সৌখিন হোসেন এর ব্যবহৃত ০১৭২৮২৪….. (কালিয়া অফিস থেকে নেওয়া) নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

এ বিষয়ে কালিয়া ইউ,সি,সি,এ লিঃ এর সভাপতি এস,এম, নাজমুল হক প্রিন্স বলেন, সৌখিন হোসেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কালিয়া শাখার মহিলা উন্নয়ন কর্মসূচীর একজন মাঠকর্মী হয়েও জয়পুরহাটে ডেপুটেশনে কাজ করায় আমরা কর্মী সংকটে ভুগছি এবং এক জন মাঠকর্মী কম থাকায় কর্মসুচীর অগ্রগতি ব্যহত হচ্ছে। এ ব্যপারে আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে কর্মী সংকট নিরসন পূর্বক কর্মসূচীর উন্নয়নের ধারা ফিরিয়ে আনার আহবান জানাচ্ছি।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন বলেন, এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহিলা উন্নয়ন কর্মসূচীতে ৩ জন মাঠকর্মী বরাদ্দ থাকার কথা এবং ৩জনই আছে। তবে এদের মধ্যে সৌখিন হোসেন নামে এক মাঠকর্মী ডেপুটেশনে জয়পুরহাটে কাজ করায় নিয়মতান্ত্রিকভাবে কালিয়া অফিস থেকে তার বেতন-ভাতা উত্তোলন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।