শফিকুল ইসলাম সাফা, চিতলমারী :
বাগেরহাটের চিতলমারীতে করোনা মহামারীর থাবার দীর্ঘ দেড় বছর পর, আবশেষে গতকাল রবিবার স্কুল খুলে দেয়ায় আনন্দে উচ্ছাসে মুখরিত হয়েছে শিক্ষাঙ্গণ।শিক্ষার্থীরা তাদের প্রিয় ক্লাস রুমে গিয়ে উচ্ছাসিত হয়েছে। ঘুরে ঘুরে দেখছে খেলার মাঠ ও ক্লাস রুম।সহপাটিরা একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গণ করছে।
উপজেলার বেশ কিছু প্রথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জানান,দীর্ঘ ১৮ মাস পর আজ রবিবার স্কুল সরকারি নির্দেশ অনুযায়ী খুলে দেয়া হয়েছে। স্কুলের শিক্ষাঙ্গণ আবার মুখরিত হয়ে উঠছে।শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে ক্লাসে ফিরছে। দীর্ঘদিন বন্ধের এই সময়ে পড়াশুনা ব্যাহত হয়েছে। শিশুদের অনেকেই ঝরে পড়েছে। তাদের পড়াশোনায় ফিরিয়ে আনতে প্রস্তুতি নিচ্ছেন চিতলমারীর শিক্ষকরা। অনেক স্কুলে আবার দেখা গেছে শিক্ষার্থীর অভিভাবকরা ও স্কুলে এসে খোঁজ খবর নিচ্ছেন আগের আবস্থায় ফিরছে কিনা তা দেখার জন্য।
উপজেলা শিক্ষা অফিসার মো: আমিনুল ইসলাম বলেন, ঝুঁকির কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু দীর্ঘ দিন বন্ধ থাকার কারনে শিক্ষার্থীদের পড়াশুনা ও মানসিক স্বাস্থ্যও ঝুঁকিতে পড়েছে।তাই সংক্রমণ কমে আসার পাশাপাশি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে স্কুল সরকারের নির্দেশ মোতাবেক স্কুল খোলা হয়েছে। বেশীর ভাগ শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারায় আনন্দ উচ্ছাস বিরাজ করছে।