জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
পিরোজপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেছেন।তিনি আজ রবিবার (১২ সেপ্টেম্বর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
করোনা মহামারির কারণে দীর্ঘ ১৮ মাস পর আজ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুললে এসব প্রতিষ্ঠানে বেজে উঠে সেই চিরপরিচিত ঘণ্টা। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কলরোল। নির্জীব বিদ্যালয় প্রাঙ্গণ আবার মুখর হয়েছে শিশু–কিশোরের কলকাকলিতে। পরিদর্শনকালে জেলা প্রশাসক সকল শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাস্থবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।