Nabadhara
ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ কেন্দ্রে মিনি পার্কের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

Bayzid Saad
সেপ্টেম্বর ১৩, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, ডেস্কঃ

দুঃস্থ শিশুদের চিত্তবিনোদন ও খেলাধুলার জন্য গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে মিনি শিশু পার্কের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা এই শিশু পার্কের উদ্বোধন করেন।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, অফিসার ইনচার্জ এএফএম নাসিম, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সহ সভাপতি মোঃ পারভেজ রুমি প্রমূখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের হলরুমে মেধা বৃত্তির চেক, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভিডিও দেখুনঃ

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানব রঞ্জন বাছাড় নবধারা কে বলেন, সমাজসেবা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দুঃস্থ শিশুদের চিত্ত বিনোদন খেলাধুলা, শারীরিক মানসিক ও মেধা-মননের বিকাশে এই পার্ক স্থাপন করা হয়েছে। এখানে দোলনা, সরসরি ও বসার জায়গা সহ শিশুদের খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম স্থাপন করা হয়েছে। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি এখানে শিশুরা ভালো সময় কাটাতে পারবে।

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।