কচুয়া(বাগেরহাট) প্রতিনিধিঃ
কচুয়ায় বিএ পড়া এক ছাত্র গলায় ফাসঁ দিয়ে আত্ম হত্যা করেছে। জানা যায় কচুয়া উপজেলার কচুয়া ইউনিয়নের টেংরাখালী গ্রামের কামাল শিকদারের পুত্র রাব্বি শিকদার(২১) গতকাল মঙ্গলবার দুপুর ১২টা ৩০মিনিটে নিজ ঘরের আড়ার সংগে গলায় ফাঁস দেয়, বিষয়টি ঘরের লোক জন ও আত্মীয়স্বজন টের পেয়ে দ্রুত তাকে নামিয়ে কচুয়া হাসপাতালে নিয়ে আসে, হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। ছেলেটি কচুয়া ডিগ্রি কলেজে বিএ পড়ে।
এ বিষয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।