স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে রাস্টীয় আইন অম্যন্য করে লাইসেন্স বিহীন মৎস্য ডিপো পরিচালনা করার অপরাধে ৩ ডিপো মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার ( ২০জানুয়ারী) দুপুরে উপজেলার বাখেরগঞ্জবাজারে ও রায়গ্রাম মন্ডল মার্কেটে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম, জিল্লুর রহমান রিগান অভিযান পরিচালনা করে মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন আইন এর বিধিমালা ১৯৯৭ অনুযায়ী এ জরিমানা আদায় করেন।
এসময় উপজেলার বাখরগঞ্জ বাজারের ভাই ভাই ফিসের মালিক তপন বৈরাগীকে ৩ হাজারটাকা, নাহিদ ট্রের্ডাসের মালিক দিদারুল ইসলামকে ২ হাজার টাকা, ও রায়গ্রাম মন্ডল মার্কেটের চিত্রা ফিসের মালিক সুজিত মন্ডলকে ১হাজার টাকা জরিমানা করা হয়।