পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলায় গণঅভ্যুত্থানে শহীদ ইমন হোসেনের বাড়ির পেছনের খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দরিচর গ্রামে দুর্বৃত্তরা শহীদ ইমন হোসেনের বসতবাড়ির পাশে থাকা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এতে শহীদ ইমনের পরিবার চরম আতঙ্কে পড়ে। তবে সৌভাগ্যক্রমে ওই সময় বাড়িতে অবস্থানরত পরিবারের সদস্যদের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথমে প্রতিবেশী হিরম মিয়ার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। পরে শহীদ ইমন হোসেনের বাড়ি ও মনা মুন্সির বাড়িতেও আগুন দেওয়া হয়।
এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে শহীদ পরিবারের ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আলী মামুন মুঠোফোনে জানান, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং শহীদ ইমন হোসেনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.