তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নে মা ও শিশু সহায়তা সেবার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জালালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু।
সভায় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি দোবকী রানী রায়, প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, সংশ্লিষ্ট ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার তানজিলা খাতুন ও প্রশান্ত কুমার ঘোষসহ অন্যান্যরা।
মতবিনিময় সভায় মা ও শিশু সহায়তা সেবার মান নিয়ে সুবিধাভোগী ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পৃথকভাবে সম্পন্ন কমিউনিটি স্কোরকার্ড উপস্থাপন করা হয়। এতে সেবাগ্রহণকারীদের অভিজ্ঞতা, প্রাপ্ত সুবিধা ও বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয়।
সভায় ইউপি সদস্যগণ, বিভিন্ন নারী দলের প্রতিনিধি, কৃষি ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। আলোচনায় সেবা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান দুর্বল দিকগুলো চিহ্নিত করে একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।
এ সময় ইউপি সদস্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি মা ও শিশু সহায়তা সেবার মান উন্নয়নে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.