হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
বেনাপোল বন্দরে ফেলে পালিয়ে যাওয়া একটি ভারতীয় ট্রাক আড়াই মাস পর তল্লাশি করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ অবৈধ পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রাথমিকভাবে কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।
সোমবার সন্ধ্যায় কাস্টমস কর্তৃপক্ষ ট্রাকটির সিলগালা ভেঙে তল্লাশি চালায়। এ সময় সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কাস্টমস সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের সন্দেহ হলে তারা ভারতীয় একটি ট্রাক থামানোর চেষ্টা করে। এ সময় চালক বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনাল এলাকায় ট্রাকটি (নম্বর: HR-38 11248) ফেলে রেখে পালিয়ে যায়। এরপর থেকে ট্রাকটি সিলগালা অবস্থায় বন্দরে পড়ে ছিল।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার সাকিবুর রহমান জানান, প্রাথমিক তল্লাশিতে ট্রাকটির ভেতর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় আমদানি নিষিদ্ধ ওষুধ, শাড়ি, থ্রি-পিস ও বাজি (পটকা) উদ্ধার করা হয়েছে। এসব পণ্যের বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে অবৈধ পণ্য চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম কাস্টমস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। যদিও গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানিয়েছে, জব্দকৃত পণ্যের মালিক হিসেবে ‘রাইস ট্রেডিং ইন্টারন্যাশনাল’ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কাস্টমসের একটি প্রভাবশালী চক্রের যোগসাজশে দীর্ঘদিন ধরে শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য আমদানি হচ্ছে। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় বৈধ পথেই পাচার কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না। এর ফলে সরকার প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
ঘটনাটি নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.