রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ সামসুদ্দীন এর ব্যবহারকৃত সরকারি মুঠোফোনের সিম নম্বরটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা তার ব্যবহৃত মুঠোফোনের নম্বর টি ক্লোন করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক টাকা দাবি করে আসছে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীন নবধারা কে জানান, আজ দুপুর ৩ টার পর থেকে সরকারী নাম্বারটি ক্লোন করে একাধিক ব্যাক্তিকে ফোন দিয়ে অনৈতিক দাবী করতেছে। কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে রামপালের অনেকেই চেনেন যে কারনে তাদের কাছে আমার কন্ঠ ও কথা বলার ভাষা সন্দেহ হয়। পরে তারাই আবার আমাকে ফোন করে আমার নাম্বার থেকে ফোন করার বিষয়টি জানতে চাইলে আমি বুঝতে পারি যে আমার ফোন নাম্বারটি কোন দুষ্কৃতি চক্র ক্লোন করেছেন। সাথে সাথে আমার উদ্ধোতন কর্মকর্তাদের বিষয়টি অবহিতি করেছি এবং জিডি ও করা হয়েছে। ওসি সামসুদ্দীন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আনুরোধ করেছেন।
তিনি আরো জানান, কোন কলে আপনাদের সন্দেহ হলে কল কেটে পূণরায় কল ব্যাক করলে সঠিক নাম্বারে কল চলে যাবে। তিনি সকলকে সতর্ক থাকার পাশাপাশি যে কোন প্রয়োজনে যোগাযোগের অনুরোধ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.