শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির আক্রমণে ফারুক হোসেন (৪০) নামে এক কন্টেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুরি ইউনিয়নের সীমান্তবর্তী মালাকোচা বিটের সোনাঝুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ গ্রামের সুরুজ আলীর ছেলে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্ট তৈরি করতেন এবং বন্যপ্রাণী, বিশেষ করে হাতির ভিডিও নির্মাণ করতেন বলে জানা গেছে।
স্থানীয় ও বনবিভাগ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে বালিজুরি এলাকার পাহাড়ি অঞ্চলে একটি বন্যহাতির দল অবস্থান করছিল। হাতির দল দেখতে ও ভিডিও ধারণ করতে বিভিন্ন এলাকা থেকে লোকজন সেখানে ভিড় জমায়। সোমবার বিকেলে ফারুক হোসেনও হাতির ভিডিও ধারণ করতে পাহাড়ে যান। একপর্যায়ে অতিরিক্ত কাছে চলে গেলে একটি হাতি তাকে আক্রমণ করে এবং পায়ে পিষ্ট করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিজুরি রেঞ্জের বন কর্মকর্তা সুমন মিয়া জানান, পাহাড়ে হাতি দেখতে গিয়ে ভিডিও ধারণের সময় হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। তিনি বন্য হাতির কাছাকাছি না যাওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, “হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। আপাতত ওই সীমান্ত সড়ক দিয়ে চলাচলে নিরুৎসাহিত করা হয়েছে। নিহতের পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”

