দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে ৪জন মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে মাদকসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ উপস্থিত স্বাক্ষীদের স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে মাদকসেবীদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের মৃত ওয়ারেশ মল্লিকের ছেলে সালাম মল্লিক (৫০) কে মাদক সেবনের দায়ে ৬ মাসের কারাদন্ড ও ২৭ হাজার টাকা অর্থদন্ড এবং একই গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে শফিকুল ইসলাম (৪৩) কে ৬ মাসের কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে দৌলতপুরের মৃত আকসেদ আলীর ছেলে জামরুল ইসলাম (৫০) ও একই এলাকার মৃত এসকেন্দার আলীর ছেলে মেহেদী হাসান (২৮) কে ১৫ দিনের কারাদন্ড এবং তাদের প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাশ ভ্রাম্যমান আদালতের বিষয়ে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.