Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে অগ্নিকান্ডে বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
ডিসেম্বর ১৬, ২০২৫ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ি আমবাগ মধ্যপাড়া এলাকায় বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে ২০টি বসতঘর ও ৫ টি দোকানের ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভোর ৬টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৭০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে ৫টি দোকান এবং ২০টি বসত ঘর রয়েছে।

কোনাবাড়ি মর্ডান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। এসময় তিনি আরো জানান,

দ্রুত ফায়ার সার্ভিসের উদ্যোগের ফলে বড় ধরনের প্রাণহানি ও আরও বেশি ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।